ভারত-ইসরায়েল প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর হচ্ছে

মেপ্রোলাইট সিইওর মন্তব্য।

author-image
Aniket
New Update
Screenshot 2025-12-02 9.38.23 PM

নিজস্ব সংবাদদাতা: ভারত ও ইসরায়েলের দীর্ঘ দুই দশকের প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারিত হতে যাচ্ছে বলে ইঙ্গিত দিলেন মেপ্রোলাইটের সিইও শুকি শোয়ার্টজ। তিনি জানান, “গত বিশ বছর ধরে আমরা ভারতের বিভিন্ন প্রতিরক্ষা সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি এবং এই সময়ের মধ্যে অভূতপূর্ব অগ্রগতি দেখেছি। আমরা ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগ গ্রহণকারী প্রথম সংস্থাগুলির মধ্যে অন্যতম হতে পেরে গর্বিত। এতে বৃহত্তর ভারতীয় বাজারে বড় পরিসরে উৎপাদনের সুযোগ তৈরি হয়েছে।”

শোয়ার্টজ আরও বলেন, “বাজার ও চুক্তির প্রয়োজন অনুযায়ী গভীরতর প্রযুক্তিগত সহযোগিতার জন্য আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত। আমরা ইতিমধ্যেই ভারতে ব্যারেল উৎপাদন করছি। এখন ভারতে ARBEL সিস্টেম সংযুক্তির বিষয়ে প্রথম পর্যায়ের আলোচনায় আছি।”