New Update
/anm-bengali/media/media_files/cyWMLRK7AaxGXwubUHp9.jpg)
নিজস্ব সংবাদদাতা : ২০২৩ সালের অগস্ট মাস থেকে জেলে রয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। আর এবার নিজের মুক্তি প্রসঙ্গে আলোচনার বিষয়ে পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান আসিম মুনিরকে এক বড় বার্তা দিলেন তিনি। তিনি বলেন,''এই অবৈধ 'পুতুল সরকার'-এর সাথে যেকোনও আলোচনাই অর্থহীন। এদের একমাত্র উদ্দেশ্য হলো ক্ষমতা আঁকড়ে থাকা। কোনও প্রকৃত ক্ষমতা এদের হাতে নেই। তাই দেশের স্বার্থে কোনও আলোচনা হলে শুধুমাত্র তাদের সাথেই হবে, যাদের হাতে প্রকৃত ক্ষমতা আছে।”
/anm-bengali/media/media_files/2025/05/17/HHUSjcHK59Rj3iZScPPE.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us