নিজস্ব সংবাদদাতা: পাকিস্তানের কারাবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান সেনাবাহিনীর প্রধান জেনারেল আসিম মুনিরের বিরুদ্ধে তীব্র অভিযোগ এনেছেন। তিনি বলেন, মুনিরকে আইএসআইয়ের প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়ার পর প্রতিশোধপরায়ণ হয়ে ওঠেন এবং তাঁর স্ত্রী বুশরা বিবির ওপর অত্যাচার করেন।
ইমরান বলেন, "প্রধানমন্ত্রী থাকাকালীন আমি যখন জেনারেল আসিম মুনিরকে আইএসআই প্রধানের পদ থেকে সরাই, তখন তিনি আমার স্ত্রী বুশরা বিবির সঙ্গে দেখা করার চেষ্টা করেন। কিন্তু বুশরা স্পষ্টভাবে জানিয়ে দেন, এসব বিষয়ে তাঁর কোনো ভূমিকা নেই এবং তিনি দেখা করবেন না।"
/anm-bengali/media/media_files/q6Np8OSTtPmLpXRFJYO3.jpeg)
ইমরান খান দাবি করেন, এই অপমানের প্রতিশোধ নিতেই জেনারেল মুনির বুশরা বিবিকে মিথ্যা মামলায় ১৪ মাস ধরে কারাগারে রেখেছিলেন এবং অমানবিকভাবে আচরণ করেছিলেন।
ইমরান আরও বলেন, “আমার স্ত্রীর বিরুদ্ধে এমন প্রতিশোধমূলক আক্রমণ পাকিস্তানের ইতিহাসে নজিরবিহীন। কোনো সামরিক শাসনকালেও এমন হয়নি।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us