Breaking: আহত ৩০০০, মেনে নিলেন প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র

আকাশ থেকে বোমা পড়ছে... মাটিতে গুলি চলছে। আর এই যুদ্ধে ভুগছে সাধারণ মানুষ... এটা সবসময় ই হয়। ইজরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধেও একই ঘটনা ঘটছে।

author-image
SWETA MITRA
New Update
.

নিজস্ব সংবাদদাতাঃ ইজরায়েল-হামাসসংঘাত (Israel Hamas Conflict) নিয়েএবার বড় মন্তব্য করলেন ইজরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ (IDF)-এরমুখপাত্রজোনাথনকনরিকাস (Jonathan Conricus)। তিনি আজ শুক্রবার এক ভিডিও বার্তায়বলেন, 'দুর্ভাগ্যজনকভাবেইজরায়েলিহতাহতেরসংখ্যাআবারও,৩০০ হয়েছে। এদিকেইজরায়েলিবেসামরিকসৈন্যএবং৩০০০এরওবেশিআহতহয়েছে।আমাদেরইতিহাসেআমরাকখনওএমনপরিস্থিতিমোকাবেলাকরতেবাধ্যহইনিএবংএটিচলমানরয়েছে।এটিকয়েকদিনসময়নেবেএবংআমরাসম্প্রদায়গুলিতেউন্মোচিতইজরায়েলিদেহগুলিরআরওবেশিকরেসনাক্তকরতেসময়লাগবে।আমাদেরলক্ষ্যহচ্ছেহামাসেরসবসামরিকসক্ষমতাকেড়েনেওয়াএবংআশা করছি শীঘ্রই এই যুদ্ধ শেষ হবে।আমাদেরউদ্দেশ্যহচ্ছে, হামাস যেন আর কোনওরকম স্ট্রাইক, হত্যালীলা যেনো ইজরায়েলের মানুষের ওপর যাতে না চালাতে পারে টা নিশ্চিত করা।গাজাউপত্যকারঅভ্যন্তরেআমরাএখনযাকরছিতারএটাইউদ্দেশ্য।কারণেইইসরায়েলিবিমানবাহিনীগাজাউপত্যকায়উল্লেখযোগ্যপরিমাণেবোমাসরবরাহকরছেএবংএইযুদ্ধশুরুহওয়ারসাথেসাথেআমরাসেটাইচালিয়েযাব।‘

এদিকে  আজমির দরগাহের আধ্যাত্মিক প্রধান হযরত দেওয়ান সৈয়দ জয়নুল আবেদীন বৃহস্পতিবার জাতিসংঘ ও কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, গাজায় চলমান ইজরায়েলি সামরিক অভিযান বন্ধ করতে। কারণ এই সংঘর্ষে হাজার হাজার মানুষের প্রাণহানি হচ্ছে, সম্পত্তির ক্ষয়ক্ষতি হচ্ছে। মানুষ প্রাণ ভয়ে এদিক সেদিকে ছুটে বেড়াচ্ছেন। সন্ত্রাসী হামলা এবং ইসরায়েলি প্রতিশোধের পরিপ্রেক্ষিতে উভয় পক্ষের প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে আবেদিন বলেন, এই হত্যাকাণ্ড অন্যায্য এবং ইসলাম ও ইহুদি ধর্মের প্রচারের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।

আজমির দরগাহের আধ্যাত্মিক প্রধান এক বিবৃতিতে বলেন, 'আমি জাতিসংঘ ও ভারত সরকারের কাছে অবিলম্বে হস্তক্ষেপ করার এবং ইসরায়েল ও ফিলিস্তিনে শত্রুতা বন্ধ করার আহ্বান জানাচ্ছি। নিরপরাধ মানুষের প্রাণহানি অযৌক্তিক এবং অত্যন্ত নিন্দনীয়। এটি ইসলাম ও ইহুদি উভয় ধর্মের শিক্ষার পরিপন্থী।'