BREAKING: ইসরায়েলি হামলায় বড় ক্ষয়ক্ষতির শিকার হামাস ! নিহত নৌবাহিনীর কমান্ডার সহ ৩

ইসরায়েলি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হামাস।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি গাজায় এক ব্যাপক বিমান হামলা চালিয়েছিল ইসরায়েল। আর এইবার এই হামলা সংক্রান্ত আরও নানান তথ্য সামনে আনলো ইসরায়েলি সেনাবাহিনী (IDF)। আজ এই বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী (IDF) জানিয়েছে,''সম্প্রতি গাজার উত্তর অংশে চালানো ইসরায়েলি হামলায়, হামাসের নৌবাহিনীর কমান্ডার রমজি রমাদান আবদ আলি সালেহকে হত্যা করা হয়েছে। সালেহ, হামাস জঙ্গি সংগঠনের একজন গুরুত্বপূর্ণ পরিকল্পনাকারী ছিলেন এবং সম্প্রতি গাজার উপকূলে, ইসরায়েলি সেনাদের ওপর সমুদ্রপথে হামলার ছক কষছিলেন। এই হামলায়, হামাসের মর্টার শেলের উপ প্রধান হিশাম আইমান আতিয়া মনসুর এবং মর্টার শেল চালানোর দলে যুক্ত নিসিম মোহাম্মদ সুলাইমান আবু সাবহাও নিহত হয়েছে।'' এরপর ইসরায়েলি সেনাবাহিনী (IDF) আরও দাবি করে,''এই হামলার আগে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি এড়াতে,বিভিন্ন সতর্কতা নেওয়া হয়েছিল।''

imageshamas