গাজার হাসপাতালে মৃত্যু মিছিল, আসল সত্য ফাঁস করল ইজরায়েল

গাজা শহরের অবস্থা দিনদিন খারাপের দিকে এগোচ্ছে। হামলার প্রকোপ বেড়েই চলেছে। এদিকে হাসপাতালে হামলার ঘটনায় গোটা বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে।

author-image
SWETA MITRA
New Update
iss gaja.jpg

নিজস্ব সংবাদদাতাঃ গাজার (Gaza) আল-আহলিহাসপাতালেহামলা নিয়ে বড় মন্তব্য করল ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী (IDF)। আজ বুধবার ইজরায়েলের তরফে স্পষ্ট জানানো হয়েছে, গাজার এই হাসপাতালে হামলার জন্য ইজরায়েল নয়,বরং ফিলিস্তিনিইসলামিকজিহাদদায়ী। এরই সঙ্গে এই হামলা নিয়ে হাতেনাতে বড় প্রমাণ দিয়েছে প্রতিরক্ষা বাহিনী। গাজার হাসপাতালে রকেট বিস্ফোরণের ঘটনায় হামাসের সদস্যদের অডিও রেকর্ডিং প্রকাশ করেছে আইডিএফ। দেখুন ভিডিও...