'এতো ভিড় আগে আমি কখনও দেখিনি,' আবেগপ্রবণ হয়ে পড়লেন প্রধানমন্ত্রী

আজ আমেরিকার হোয়াইট হাউসে ফের একবার মুখোমুখি হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। এদিন দুজনেই একে অপরকে উষ্ণ অভ্যর্থনা জানান।

author-image
SWETA MITRA
New Update
modis.jpg

নিজস্ব সংবাদদাতাঃ হোয়াইট হাউসের লনে মানুষের জনজোয়ার দেখে আবেগপ্রবণ হয়ে পড়লেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

modisssss.jpg

আজ বৃহস্পতিবার এতো মানুষের ভিড় দেখে প্রধানমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীহওয়ারপরআমিঅনেকবারহোয়াইটহাউসে এসেছি। কিন্তুএইপ্রথমএতবিপুলসংখ্যকভারতীয়-আমেরিকানসম্প্রদায়েরজন্যহোয়াইটহাউসেরদরজাখুলেদেওয়াহল।‘