নিজস্ব সংবাদদাতা : এবার ইউরোপে কোনও যুদ্ধের সম্ভাবনাকে সম্পূর্ণ হাওয়ায় উড়িয়ে দিয়ে,রাশিয়াকে তীব্র আক্রমণ করলেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অর্বান। তিনি বলেন,''রাশিয়া এতটাই দুর্বল যে তারা ইউক্রেনকেও পরাজিত করতে পারছে না, ফলে ন্যাটো (NATO) আক্রমণ করার ক্ষমতা রাশিয়ার নেই।" এরপর তিনি আরও বলেন,''ইউরোপে আপাতত যুদ্ধের কোনও বাস্তব ঝুঁকি নেই। যারা রাশিয়ার হুমকির কথা বলছে, তারা তাদের জনগণকে অযথা আতঙ্কিত করছে।"
/anm-bengali/media/media_files/2025/04/06/6h3QbTqpifosoGHiafQ3.webp)