ইউক্রেন সেনাবাহিনীতে কর্মী ও সম্পদের তীব্র ঘাটতি, সাম্প্রতিক রিপোর্টে উদ্বেগ !

সৈন্য কমছে ইউক্রেনের।

author-image
Debjit Biswas
আপডেট করা হয়েছে
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা : ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান সংঘাত নতুন এবং আরও কঠিন এক পর্যায়ে প্রবেশ করেছে। সাম্প্রতিক এক প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার আক্রমণ জোরালো হওয়ায় ইউক্রেনীয় সেনাবাহিনীর অভ্যন্তরীণ সমস্যাগুলো এখন আরও প্রকট হয়ে উঠেছে।

যদিও পরিস্থিতি এখনও 'সংকটজনক' নয়, তবুও জনবল এবং সম্পদের অভাবে তা ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে বলে সংবাদপত্রটি জানিয়েছে। রাশিয়া তাদের বিপুল সংখ্যক সৈন্য এবং বড় আকারের ক্ষয়ক্ষতি সহ্য করার মানসিকতাকে কাজে লাগিয়ে ইউক্রেনীয় বাহিনীর ওপর চাপ সৃষ্টি করছে।

Russia

সামরিক সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রতিবেদনে বলা হয়েছে, রণাঙ্গনের কিছু নির্দিষ্ট এলাকায় সেনা-সংখ্যার অনুপাত অত্যন্ত উদ্বেগজনক। সামরিক হিসাব অনুযায়ী, কিছু এলাকায় 'যদি আমাদের তিনজন সৈন্য থাকে, তবে তাদের (রাশিয়ার) আছে ৩০ জন।' অর্থাৎ, কোনো কোনো স্থানে ইউক্রেনীয় ও রুশ বাহিনীর অনুপাত ১:১০, যা সামরিক কৌশলের দিক থেকে ইউক্রেনকে চরম অসুবিধায় ফেলছে।