New Update
/anm-bengali/media/media_files/2025/10/20/houthis-2025-10-20-02-07-36.png)
নিজস্ব সংবাদদাতা: ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানায় রবিবার জাতিসংঘের একটি দপ্তরে হামলা চালিয়ে দুই ডজন জাতিসংঘকর্মীকে আটক করেছে। জাতিসংঘের মুখপাত্র জঁ আলাম জানিয়েছেন, সানার আধা অঞ্চলের ওই দপ্তরের মধ্যে পাঁচজন ইয়েমেনি ও ১৫ জন আন্তর্জাতিক কর্মী রবিবার আটক হন। শনিবার আগেই শহরের অন্য একটি জাতিসংঘ ভবনে হামলা চালিয়েছিল হুথিরা।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/20/houthis-a-2025-10-20-02-08-36.png)
এদের মধ্যে ১১ জনকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে। জাতিসংঘ এক বিবৃতিতে জানিয়েছে, তারা হুথি ও অন্যান্য পক্ষের সঙ্গে দফায় দফায় যোগাযোগ রাখছে যেন দ্রুত এই সংকটের সমাধান হয় এবং সব কর্মী নিরাপদে ফিরে আসেন। সানার জাতিসংঘ দপ্তর পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে ফেরানোর চেষ্টা চলছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us