ডেমোক্র্যাট সদস্যের শপথগ্রহণ স্থগিত রাখার সিদ্ধান্তে অটল হাউস স্পিকার মাইক জনসন

হাউসের অধিবেশন না চলায় নতুন কংগ্রেসওম্যান আদেলিতা গ্রিজালভার শপথ বিলম্বিত; স্পিকার বললেন— “তিনি প্রাপ্য পূর্ণ মর্যাদা ও আনুষ্ঠানিকতা পাবেন।”

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-10-14 11.15.34 PM

নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের (হাউস অফ রিপ্রেজেন্টেটিভস) স্পিকার মাইক জনসন জানিয়েছেন, ডেমোক্র্যাট দলের নবনির্বাচিত সদস্য আদেলিতা গ্রিজালভা-র শপথগ্রহণ অনুষ্ঠান তিনি স্থগিত রাখবেন, যতক্ষণ না হাউস পূর্ণাঙ্গ অধিবেশনে ফেরে।

গ্রিজালভা সম্প্রতি অ্যারিজোনায় অনুষ্ঠিত উপনির্বাচনে জয়ী হন এবং তাঁর শপথ নিলে তিনি হতেন ২১৮তম স্বাক্ষরকারী, যার মাধ্যমে জেফরি এপস্টিন কেস সংক্রান্ত অতিরিক্ত নথি প্রকাশে বাধ্য করতে একটি দলনিরপেক্ষ ভোটের সূচনা করা সম্ভব হতো।

স্পিকার জনসন বলেন, “তিনি তাঁর নির্বাচন জিতেছেন যখন হাউস অধিবেশনে ছিল না। আমরা চাই, তিনি যেন অন্যদের মতোই সব আনুষ্ঠানিকতা ও মর্যাদাসহ শপথ নিতে পারেন।”

এই সিদ্ধান্তে বিরোধীরা অসন্তোষ প্রকাশ করলেও, জনসন জানান যে, বিষয়টি সম্পূর্ণ প্রথাগত এবং হাউস ফের অধিবেশনে বসলেই শপথ অনুষ্ঠান সম্পন্ন হবে।