গাজায় মৃত্যু ৬০ হাজার ছাড়াল! দুর্ভিক্ষের মুখে ৯০% মানুষ, বন্দির ভিডিও প্রকাশ করে কাঁপাল জঙ্গিগোষ্ঠী

ইসরায়েলি বন্দির ভিডিও প্রকাশ করল হামাস গোষ্ঠী।

author-image
Tamalika Chakraborty
New Update
israeli hostage

নিজস্ব সংবাদদাতা: ইসরায়েল-হামাস যুদ্ধ চলছে টানা ২১ মাস ধরে, আর এরই মাঝে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে—এই সংঘর্ষে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন ৬০,০০০-এর বেশি ফিলিস্তিনি। যুদ্ধের ভয়াবহতা যখন চূড়ান্ত পর্যায়ে, তখন নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে এক হৃদয়বিদারক ভিডিও—যেখানে দেখা গেছে গাজায় আটক ইসরায়েলি-জার্মান বন্দি রম ব্রাসলাভস্কিকে।

২০২৩ সালের অক্টোবরে গাজা স্ট্রিপ থেকে অপহৃত হয়েছিলেন রম ব্রাসলাভস্কি, যেটি ওই সময় অঞ্চলজুড়ে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হওয়ার আগুনে ঘি ঢেলেছিল। বৃহস্পতিবার প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদ জঙ্গিগোষ্ঠী এক ভিডিও প্রকাশ করে, যেখানে রম মাটিতে শুয়ে রয়েছেন, চোখে-মুখে ক্লান্তি ও ভীষণ দুর্বলতা স্পষ্ট। ভিডিওতে তাকে স্পষ্টভাবে বলতে শোনা গেছে, তিনি ইসরায়েল সরকারের কাছে তার মুক্তির আবেদন জানাচ্ছেন।

Gaza

পাশেই চলছে টেলিভিশনে গাজার চরম খাদ্য সংকটের সংবাদ—যার দিকে ফ্যালফ্যাল করে চেয়ে আছেন তিনি। যুদ্ধের বিভীষিকায় এখন প্রায় ৯০ শতাংশ গাজাবাসী নিজেদের ঘর ছাড়তে বাধ্য হয়েছেন। ঘরবাড়ি ধ্বংস, বিদ্যুৎ ও পানীয় জলের সংকট, ওষুধের অভাব—সব মিলিয়ে এই অঞ্চল এক নজিরবিহীন মানবিক বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, দুর্ভিক্ষ এখন গাজার জন্য “সময়মাত্র”—এড়ানো প্রায় অসম্ভব।