BREAKING: অস্ত্র ছাড়বে না হিজবুল্লাহ ! ইসরায়েলকে কড়া বার্তা দিলেন হিজবুল্লাহ নেতা নাইম কাসেম

কেন এই দাবি করলো হিজবুল্লাহ ?

author-image
Debjit Biswas
New Update
LASHKAR

নিজস্ব সংবাদদাতা : 'ইজরায়েলের হুমকি সত্ত্বেও আমাদের দল কখনই আত্মসমর্পণ করবে না বা নিজেদের অস্ত্র ফেলে দেবে না', আজ একথাই আরও একবার স্পষ্ট করে জানিয়ে দিলেন হিজবুল্লাহ নেতা নাইম কাসেম। তিনি বলেন,''যতক্ষণ না ইসরায়েল আগ্রাসন বন্ধ করবে, ততক্ষন আমাদের যোদ্ধারা অস্ত্র ছাড়বে না।''

benjamin 4.jpg

হিজবুল্লাহর দীর্ঘদিনের নেতা হাসান নাসরাল্লাহকে ইজরায়েল হত্যা করার পর নাইম কাসেম নতুন নেতা হিসেবে নির্বাচিত হন। আজ বেইরুটের দক্ষিণ উপকণ্ঠে, আশুরার অনুষ্ঠানে হাজার হাজার সমর্থকের সামনে, টেলিভিশনে প্রচারিত ভাষণে কাসেম বলেন, “ইসরায়েলের তরফ থেকে দেওয়া কোনও হুমকিই আমাদের আত্মসমর্পণ করাতে পারবে না।”