শুরু ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসের আশঙ্কা!

দুর্বল গ্রীষ্মমন্ডলীয় ঝড় মাওয়ার জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টিপাত নিয়ে এসেছে।

New Update
ক,জঞ্চভ

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ জাপানের ওকিনাওয়ান দ্বীপপুঞ্জ অতিক্রম করার পর দুর্বল গ্রীষ্মমন্ডলীয় ঝড় মাওয়ার শুক্রবার জাপানের প্রধান দক্ষিণাঞ্চলীয় দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টিপাত নিয়ে আসে এবং এতে বেশ কয়েকজন আহত হয়।

ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের বন্যা ও ভূমিধসের সম্ভাবনা সম্পর্কে সতর্ক করা হয়েছে এবং কয়েকটি স্থানীয় ফ্লাইট বাতিল করা হয়েছে। ওকিনাওয়ায় প্রবল বাতাস বইতে থাকে এবং আটজন আহত হয়। 

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, পূর্বে সুপার টাইফুন মাওয়ার প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে ওকিনোয়েরাবুজিমার পূর্ব দিকে অগ্রসর হওয়ার সময় ঘণ্টায় ৯০ কিলোমিটার (৫৬ মাইল) বেগে বাতাস বয়ে যাচ্ছিল।

ওকিনাওয়ায় বাতাসের ক্ষয়ক্ষতি সীমিত থাকলেও গ্রীষ্মমন্ডলীয় ঝড়ের উষ্ণ ও আর্দ্র বাতাস মৌসুমী বৃষ্টিপাতকে তীব্র  করছে, বন্যা ও ভূমিধসের হুমকি দিচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া সংস্থা।