New Update
/anm-bengali/media/media_files/2025/05/01/bRi7JKnmvzW59GQBgHc8.jpg)
নিজস্ব সংবাদদাতা : ডোনাল্ড ট্রাম্প প্রশাসন হার্ভার্ড ইউনিভার্সিটির বিদেশি ছাত্রভর্তি অনুমোদন বাতিল করেছে। ফলে নতুন করে আর কোনও আন্তর্জাতিক শিক্ষার্থী সেখানে ভরতি হতে পারবে না। এই সিদ্ধান্তে প্রভাব পড়েছে প্রায় ৬,৮০০ ছাত্রছাত্রীর ওপর, যাদের মধ্যে প্রায় ৭৮৮ জন ভারতীয়।
/anm-bengali/media/media_files/2025/05/23/p7PrpKS3imLFvnRXngxT.jpg)
আমেরিকার স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়ে দিয়েছেন, বারবার ফেডারেল আইন না মানায় এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন পড়ুয়ারা পড়াশোনা চালিয়ে যেতে পারবেন কি না, তা নিয়ে শুরু হয়েছে অনিশ্চয়তা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us