গাজায় থামতে চলেছে রক্তপাত! বন্দিমুক্তি চুক্তিতে রাজি হামাস, ধাপে ধাপে সেনা সরাবে ইসরায়েল

ইসরায়েল ৬০ দিনের যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে বলে জানা গিয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
Hamas

নিজস্ব সংবাদদাতা: প্যালেস্টাইনের জঙ্গি সংগঠন হামাস জানিয়েছে, তারা এক প্রস্তাবিত বন্দিমুক্তি চুক্তি মেনে নিয়েছে। ওই চুক্তির মধ্যে রয়েছে ৬০ দিনের যুদ্ধবিরতি। গাজা উপত্যকায় চলমান যুদ্ধের মাঝেই এই সিদ্ধান্ত এসেছে।

Israel Army

 এই প্রস্তাব সম্পূর্ণ যুদ্ধবিরতি নয়, বরং একটি আপসের পথ। এর আওতায় ধাপে ধাপে ইসরায়েলি সেনা গাজা থেকে সরে যাবে এবং অবশিষ্ট বন্দিদের মুক্তি দেওয়া হবে।

গাজার ভয়াবহ পরিস্থিতির মধ্যেই এই ঘোষণাকে অনেকেই শান্তির পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন। তবে স্থায়ী যুদ্ধবিরতি হবে কিনা, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে।