/anm-bengali/media/media_files/2025/11/26/h1-b-2025-11-26-08-16-43.png)
নিজস্ব সংবাদদাতা: আমেরিকার H-1B কাজের ভিসা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করলেন ভারতীয়–আমেরিকান কূটনীতিক মাহভাশ সিদ্দিকি। তার অভিযোগ, এইচ–ওয়ান–বি ভিসা কর্মসূচিতে “বিস্তৃত ও পদ্ধতিগত জালিয়াতি” চলছে, এবং ভারতীয়দের বড় অংশই নাকি সেই জালিয়াতির সুবিধা নিয়ে ভিসা পাচ্ছে। উল্লেখ্য, আমেরিকায় বিদেশি দক্ষ জনবল নিয়োগের জন্য এই ভিসাটিই সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এবং ভারতীয়রাই এর প্রধান সুবিধাভোগী।
সম্প্রতি এক পডকাস্টে সিদ্দিকি জানান, ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত চেন্নাই কনসুলেটে কাজ করার সময় তিনি এমন বহু ঘটনা প্রত্যক্ষ করেছেন যেখানে আবেদনকারীরা নাকি ভুয়ো নথি, বানানো কর্ম–প্রস্তাবপত্র এবং মিথ্যা তথ্য জমা দিয়ে ভিসা পেয়ে যাচ্ছিলেন। তার দাবি, চেন্নাই ছিল বিশ্বের অন্যতম বৃহৎ এইচ–ওয়ান–বি ভিসা প্রসেসিং কেন্দ্র। সেখানেই প্রতিদিন হাজার হাজার নন–ইমিগ্র্যান্ট ভিসার আবেদন মূল্যায়ন করা হত।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/09/us-raises-fees-for-student-tourist-and-h-1b-visas-adds-250-security-deposit-2025-07-09-20-22-00.webp)
তিনি আরও জানান, শুধু চলতি বছরেই চেন্নাই কনসুলেট থেকে প্রায় দুই লাখ বিশ হাজার এইচ–ওয়ান–বি ভিসা এবং প্রায় এক লাখ চল্লিশ হাজার এইচ–ফোর ভিসা (পরিবারের সদস্যদের জন্য) ইস্যু হয়েছে— যা সংখ্যায় নজিরবিহীন। তার বক্তব্য, এত বিপুল কর্মযজ্ঞের মধ্যেই লুকিয়ে আছে জালিয়াতির নানান পদ্ধতি, যা বহু বছর ধরে চলছে।
সিদ্দিকির মন্তব্য ঘিরে ভারতীয় অভিবাসী মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ এটিকে বাস্তব সমস্যা হিসেবে দেখছেন, আবার অনেকে বলছেন— কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার ভিত্তিতে ভারতীয় প্রযুক্তি পেশাদারদের বদনাম করা হচ্ছে। তবে তার দাবি নতুন বিতর্কের জন্ম দিয়েছে এবং মার্কিন ভিসা ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us