নিউ ইয়র্কের ম্যানহ্যাটনে বন্দুকধারীর হামলা ! দেখুন বড় খবর

নিউ ইয়র্কে বন্দুকবাজের হামলা।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : আজ নিউ ইয়র্কের ৩৪৫ পার্ক অ্যাভিনিউ ও ইস্ট ৫২ স্ট্রিটের কাছে একজন বন্দুকধারী একটি অ্যাসল্ট রাইফেল নিয়ে হঠাৎ করেই হামলা চালিয়ে দেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী হামলা চালানোর সময় ওই হামলাকারী বুলেটপ্রুফ ভেস্ট পরে ছিলেন। ওই হামলাকারীর এই হঠাৎ হামলায় এনওয়াইপিডি’(NYPD)-র একজন অফিসার গুলিবিদ্ধ হয়েছেন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করার পর এনওয়াইপিডি (NYPD) ওই এলাকায় ‘লেভেল ৩ মোবিলাইজেশন রেসপন্স’ ঘোষণা করেছে, যার অর্থ হল পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই ঘটনাস্থলে ব্যাপক পুলিশ মোতায়েন ও দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করা হয়েছে। সর্বশেষ পাওয়া আপডেট অনুযায়ী জানা গেছে যে ওই বন্দুকধারীর হামলায় এক পুলিশ কর্মকর্তা ও দুই সাধারণ ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। যদিও সন্দেহভাজন বন্দুকধারী নিহত হয়েছে বলে নিশ্চিত করেছেন এনওয়াইপিডি (NYPD) কমিশনার জেসিকা টিশ।

gun