/anm-bengali/media/media_files/Lmh6SuDm2x0Iwn6vG5Qt.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়ার বেলগোরদ অঞ্চলের গ্রাইভরনে রাতভর গোলাবর্ষণ করা হয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর ভায়াচেস্লাভ গ্ল্যাডকভ।
সাম্প্রতিক দিনগুলোতে ইউক্রেনের সেনাবাহিনীর সঙ্গে যুক্ত পুতিনবিরোধী রুশ নাগরিকদের হামলার শিকার হয়েছে বেলগোরদ এলাকা। বেলগোরদ উত্তর-পূর্ব ইউক্রেনের সীমানা।
গ্লাডকভ হতাহতের কোনো খবর না দিলেও জানিয়েছেন, একটি গ্যাস পাইপলাইন ও একটি বিদ্যুৎ সঞ্চালন লাইন গোলার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও বলেন, 'জরুরি সেবা গুলো ঘটনাস্থলে রয়েছে।'