/anm-bengali/media/media_files/7p06HBRQxJiBjQbnO8ii.jpg)
নিজস্ব সংবাদদাতা : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আসন্ন ভারত সফরকে কেন্দ্র করে বিশ্বজুড়ে আগ্রহ তৈরি হয়েছে, বিশেষ করে রাশিয়া-ইউক্রেন সংঘাতের পরিপ্রেক্ষিতে। এই আবহে জার্মানি এই সফরের বিষয়ে তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। জার্মানি বলেছে, তারা এই সফরের দিকে "খুব কাছ থেকে কড়া নজর রাখবে"।
চলতি বছরের শেষে পুতিনের ভারত সফরের কথা রয়েছে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। সামরিক চুক্তি, জ্বালানি তেল কেনাবেচা এবং কৌশলগত অংশীদারিত্ব নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/39f2azIQHIN9km6EYozm.jpg)
জার্মানির পক্ষ থেকে দেওয়া এই প্রতিক্রিয়া আন্তর্জাতিক কূটনীতির এক জটিল ছবি তুলে ধরে। একদিকে ভারত তার দীর্ঘদিনের বন্ধু রাশিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রাখতে চাইছে, অন্যদিকে পশ্চিমা দেশগুলির সঙ্গেও সম্পর্ক জোরদার করতে চাইছে।
#WATCH via ANI Multimedia | Breaking: Germany Reacts to Putin’s India Visit, Says It Will Be “Watching Closely”https://t.co/Qo5msc7DQj
— ANI (@ANI) December 1, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us