ভারত-রাশিয়া সম্পর্ক নিয়ে সতর্ক ইউরোপ! পুতিন সফর ঘিরে নতুন চাপ

পুতিনের সম্ভাব্য ভারত সফর ঘিরে নজর জার্মানির। যুদ্ধ প্রসঙ্গে ভারতের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন ভারতের জার্মান রাষ্ট্রদূত ফিলিপ অ্যাকারম্যান।

author-image
Tamalika Chakraborty
New Update
breaking new 2


নিজস্ব সংবাদদাতা:  রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির সম্ভাব্য ভারত সফর নিয়ে নজর রাখছে জার্মানি। ভারতের জার্মান রাষ্ট্রদূত ফিলিপ অ্যাকারম্যান জানিয়েছেন, এই সফর তাঁরা খুব কাছ থেকে পর্যবেক্ষণ করবেন। তাঁর কথায়, ভারত ও রাশিয়ার সম্পর্ক ইউরোপের দেশগুলির সঙ্গে রাশিয়ার সম্পর্কের থেকে আলাদা।

তিনি আরও বলেন, রাশিয়া বর্তমানে একটি যুদ্ধ চালাচ্ছে, যে যুদ্ধ তারা নিজেরাই শুরু করেছে—এ কথা ভুলে গেলে চলবে না। জার্মান রাষ্ট্রদূত মনে করিয়ে দেন, ভারতের প্রধানমন্ত্রী আগেই স্পষ্টভাবে বলেছেন, এটা যুদ্ধের সময় নয় এবং কোনও যুদ্ধই যুদ্ধের ময়দানে জেতা যায় না। তাঁর আশা, প্রধানমন্ত্রী যখন রুশ প্রেসিডেন্টের সঙ্গে দেখা করবেন, তখন এই কথাগুলিও তিনি আবার তুলে ধরবেন।

germany ambessador

এই মন্তব্য ঘিরে আন্তর্জাতিক কূটনীতির মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধের আবহে ভারত-রাশিয়া সম্পর্ক নিয়ে ইউরোপের উদ্বেগ যে এখনও অব্যাহত, তা এদিনের বক্তব্যেই স্পষ্ট।