পোল্যান্ডে ইউরোফাইটার জেট ও সেনা মোতায়েন করল জার্মানি

নাটোর পূর্ব সীমান্ত সুরক্ষায় নতুন উদ্যোগ, মিশন চলবে ২০২৬ সালের মার্চ পর্যন্ত।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
breaking new 2

নিজস্ব প্রতিনিধি: নাটোর পূর্ব সীমান্ত আরও শক্তিশালী করতে জার্মানি পোল্যান্ডে ইউরোফাইটার যুদ্ধবিমান এবং ১৫০ জন সামরিক কর্মী মোতায়েন করেছে বলে জার্নাল ভেল্ট-এর প্রতিবেদনে জানা গেছে। কালিনিনগ্রাদ সীমান্তের নিকটবর্তী মালবর্ক বিমানঘাঁটিতে বিমানগুলি অবস্থান করছে।

জানা গেছে, এই মিশন ২০২৬ সালের মার্চ পর্যন্ত চলবে। সাম্প্রতিক আকাশসীমা লঙ্ঘন ও ড্রোন হামলার ঘটনা ঠেকাতে এবং আঞ্চলিক প্রতিরক্ষা জোরদার করতেই জার্মানির এই পদক্ষেপ বলে বিবেচনা করা হচ্ছে।