একে একে সব হাসপাতাল বন্ধ হলো— গাজায় চরম মানবিক সংকট

গাজার উত্তর অংশে আর কোনও সরকারি হাসপাতাল নেই। ইসরায়েলের অভিযানের মাঝে হামাস যুদ্ধবিরতির প্রস্তাব দিল জিম্মি মুক্তির শর্তে।

author-image
Debapriya Sarkar
New Update
Gaza

নিজস্ব সংবাদদাতা : উত্তর গাজার সব সরকারি হাসপাতাল এখন বন্ধ বলে জানিয়েছে হামাস-শাসিত স্বাস্থ্য মন্ত্রণালয়। রবিবার জানানো হয়েছে, ইসরায়েলি বাহিনী ইন্দোনেশিয়ান হাসপাতাল ঘিরে ফেলেছে, প্রবল গুলির মধ্যে কেউ ভেতরে বা বাইরে যেতে পারছে না। এর আগেই বেইত হানউন ও কামাল আদওয়ান হাসপাতাল ধ্বংস হয়েছে।

Gaza

শনিবার ইসরায়েল শুরু করেছে নতুন অভিযান— "অপারেশন গিডিয়নের চেরিয়ট"। এটাই সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় হামলা। এদিকে হামাস ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। বদলে তারা নয়জন জিম্মি মুক্তি দিতে চায় এবং চায় ফিলিস্তিনি বন্দিদের ছাড়া হোক।