যুদ্ধ না শান্তি? কানাডায় বিশ্বনেতাদের বৈঠকে উঠছে ইরান-ইসরায়েল ইস্যু!

কানাডায় জি৭ বৈঠকে ইরান ও ইসরায়েলকে কী বার্তা দিলেন বিশ্বের নেতারা?

author-image
Tamalika Chakraborty
New Update
missile attack

নিজস্ব সংবাদদাতা:  ইসরায়েল-ইরান সংঘাত যখন দিনে দিনে আরও উত্তপ্ত হয়ে উঠছে, ঠিক সেই সময় বড়সড় বার্তা দিলো বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশগুলির গোষ্ঠী — জি৭ (G7)। সূত্রের খবর অনুযায়ী, জি৭ নেতারা একটি খসড়া বিবৃতিতে জানিয়েছেন, তেল আভিভ বা ইসরায়েলের আত্মরক্ষার পূর্ণ অধিকার রয়েছে, কিন্তু ইরানের হাতে কোনওভাবেই পারমাণবিক অস্ত্র তুলে দেওয়া যাবে না।

এই খসড়া বিবৃতি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ মঙ্গলবার কানাডার কানানাসকিস রিসর্টে জি৭ শীর্ষ সম্মেলন বসছে। এই সম্মেলনে উপস্থিত থাকবেন যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান এবং আমেরিকার রাষ্ট্রনেতারা, সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন। এই সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-ও যোগ দেবেন। তিনি সাইপ্রাস থেকে রওনা হয়ে কানাডায় পৌঁছেছেন।

israel iran clash

সম্মেলনে মূল আলোচ্য বিষয়ের মধ্যে থাকছে ইসরায়েল-ইরান সংঘাত, ইসরায়েল-হামাস যুদ্ধ এবং ইউক্রেন যুদ্ধ। খসড়া বিবৃতিতে নেতারা ইসরায়েল ও ইরানকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন এবং বলেছেন, এই উত্তেজনা যেন গোটা অঞ্চলের স্থিতিশীলতাকে বিপন্ন না করে।

তবে শুধু কূটনৈতিক দিক নয়, বিশ্ববাজার ও জ্বালানি বাজারের স্থিতিশীলতা রক্ষায়ও জোর দিচ্ছে জি৭। এই সংঘাতের প্রভাবে তেলের দাম এবং বিশ্ব অর্থনীতি যেন হঠাৎ করে ধাক্কা না খায়, সে ব্যাপারে সতর্কতাও রয়েছে এই খসড়া বিবৃতিতে।