/anm-bengali/media/media_files/2025/08/27/live-streamer-2025-08-27-07-41-23.jpg)
নিজস্ব সংবাদদাতা: ফ্রান্সে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে একজন জনপ্রিয় স্ট্রিমারের মৃত্যুকে ঘিরে। অস্ট্রেলিয়া-ভিত্তিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম Kick-এর বিরুদ্ধে এবার আইনি ব্যবস্থা নিতে চলেছে ফরাসি সরকার। কারণ, ফরাসি কনটেন্ট ক্রিয়েটর রাফায়েল গ্রাভেন (৪৬), যিনি অনলাইনে “জাঁ পোরমানভে” বা “JP” নামে পরিচিত ছিলেন, লাইভ স্ট্রিম চলাকালীন মৃত্যু বরণ করেন।
ঘটনাটি ঘটে আগস্ট মাসে, যখন JP টানা ১২ দিনের ম্যারাথন লাইভ স্ট্রিমিং চালাচ্ছিলেন। তাঁর চ্যানেলে চলত চরম ঝুঁকিপূর্ণ কনটেন্ট— অপমান, নির্যাতন থেকে শুরু করে দর্শকদের চ্যালেঞ্জে গিয়ে নানা বিপজ্জনক কাজ। এইসব ‘ডেয়ার’-এর মধ্যেই এক ভয়াবহ পরিস্থিতিতে তাঁর মৃত্যু ঘটে।
এরপর দেশজুড়ে শুরু হয় বিতর্ক— ডিজিটাল প্ল্যাটফর্মগুলির দায়িত্ব কোথায়? কীভাবে এমন মারাত্মক কনটেন্ট সরাসরি সম্প্রচার হতে দেওয়া হল?
/filters:format(webp)/anm-bengali/media/media_files/y9SZ59I8PSFELBlkUKhL.jpg)
মঙ্গলবার ফ্রান্সের ডিজিটাল বিষয়ক মন্ত্রী ক্লারা শাপাজ জানান, প্রসিকিউটররা অভিযোগ এনেছেন যে Kick প্ল্যাটফর্ম ‘অবহেলা’ করেছে। তাঁর কথায়— “বিপজ্জনক কনটেন্ট বন্ধ করতে প্ল্যাটফর্ম সবকিছু করেনি। এতে ২০০৪ সালের অনলাইন প্ল্যাটফর্ম সংক্রান্ত ফরাসি আইন ভঙ্গ হয়েছে।”
সরকারি পদক্ষেপ শুরু হতেই আরও জোরালো হয়েছে প্রশ্ন— ইউরোপে চলা ডিজিটাল প্ল্যাটফর্মগুলিকে কতটা কঠোর নিয়মে বাঁধা হবে? এবং অনলাইনে বিপজ্জনক কনটেন্ট রুখতে কতটা দায়িত্ব নিতে হবে কোম্পানিগুলিকে?
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us