/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : গত মে মাসে ভারত-পাকিস্তান যুদ্ধের সময়, পাকিস্তানের বিরুদ্ধে রাফাল যুদ্ধবিমান ব্যবহার করেছিল ভারত। সেইসময় ভারতের বেশকিছু রাফাল বিমানকে ক্ষতিগ্রস্থ করার কথা বেশ ফলাও করেই বলেছিল পাকিস্তান। যদিও পরে তা সম্পূর্ণ মিথ্যা হিসেবেই প্রমাণিত হয়েছে। কিন্তু এবার এই ঘটনাকে কেন্দ্র করেই চীনের বিরুদ্ধে কিছু মারাত্মক অভিযোগ করেছে ফ্রান্সের সেনা ও গোয়েন্দা কর্মকর্তারা। এই বিষয়ে ফ্রান্সের গোয়েন্দা বিভাগের দাবি,''ভারত-পাকিস্তান সংঘর্ষে,রাফাল যুদ্ধবিমান ব্যবহার হওয়ার পর, চীন বিভিন্ন দেশে এই বিমানের বিরুদ্ধে ভুল তথ্য ছড়িয়েছে।''
ফরাসি গোয়েন্দা সংস্থার রিপোর্টে বলা হয়েছে, ''চীনের দূতাবাসের কর্মকর্তারা বিশেষ করে ইন্দোনেশিয়াকে একথা বোঝানোর চেষ্টা করেছেন, যেন তারা রাফাল যুদ্ধবিমান না কিনে চীনের তৈরি যুদ্ধবিমান কেনেন।'' এই সংঘর্ষের পরে ফ্রান্স ও ভারতের সেনাবাহিনী একসাথে এই লড়াইয়ের ফলাফল খতিয়ে দেখেছে।