/anm-bengali/media/media_files/2025/11/24/brazil-former-president-2025-11-24-01-27-53.png)
নিজস্ব সংবাদদাতা: ব্রাজিলের সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত কঠোর সিদ্ধান্তই নিল। দেশের প্রাক্তন প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে ২৭ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে— এমন নির্দেশ এল বুধবার। ২০২২ সালের নির্বাচনে লুইজ ইনাসিও লুলা দা সিলভা বিজয়ী হওয়ার পর তাঁকে শপথ নিতে বাধা দিতে বলসোনারো নাকি কুপচেষ্টা করেছিলেন। সেই অভিযোগেই তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
দীর্ঘ আইনি লড়াই চালিয়েও শেষ পর্যন্ত কোনও আপিলই কাজে লাগল না। সব পথ বন্ধ হয়ে যাওয়ায় বলসোনারোকে জেলে পাঠানোর নির্দেশ তৎক্ষণাৎ কার্যকর করা হয়। এভাবেই ব্রাজিলের ডানদিকের রাজনীতিতে একসময় ঝড় তোলা এই নেতার রাজনৈতিক অধ্যায় প্রায় শেষ হয়ে গেল।
৭০ বছরের এই প্রাক্তন সেনা ক্যাপ্টেনকে এখন রাখা হয়েছে ব্রাসিলিয়ার ফেডারেল পুলিশের সদর দফতরের একটি ছোট, নিরাপত্তাবেষ্টিত ঘরে। সেখানে টিভি, ছোট ফ্রিজ আর এয়ারকন্ডিশনারের মতো মৌলিক সুবিধা থাকলেও, সেটিই এখন বলসোনারোর নতুন ‘বাড়ি’।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/16/arrested-123-2025-08-16-14-44-43.jpg)
গত সেপ্টেম্বরে আদালতে প্রমাণ হয় যে লুলাকে ক্ষমতা গ্রহণ থেকে বিরত রাখতে একটি বড় ষড়যন্ত্রে বলসোনারো জড়িত ছিলেন— এমনকি লুলাকে হত্যার চেষ্টার পরিকল্পনার কথাও উঠে আসে। তবে সেনাবাহিনীর উচ্চপদস্থ আধিকারিকরা শেষ মুহূর্তে সমর্থন দিতে অস্বীকার করায় চক্রান্ত ভেস্তে যায়।
এই রায় ঘোষণার পর ব্রাজিলজুড়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন পড়েছে। একসময়ের জনপ্রিয় প্রেসিডেন্ট এখন বিশেষ সুরক্ষিত ঘরের ভেতরে বন্দি— যা দেশের আধুনিক রাজনৈতিক ইতিহাসে বিরল ঘটনা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us