স্বপ্ন থেকে শোক—নেপালে তুষারধসে মৃত্যু ৭ অভিযাত্রীর, নিখোঁজ আরও

নেপালের ইয়ালুং রিতে তুষারধসে সাত পর্বতারোহীর মৃত্যু। ইতালীয়, ফরাসি, জার্মান ও কানাডিয়ান ক্লাইম্বারদের প্রাণহানি। আহত ৮। আবহাওয়া খারাপ থাকায় উদ্ধারকাজ দুর্বিষহ।

author-image
Tamalika Chakraborty
New Update
nepal

নিজস্ব সংবাদদাতা:  নেপালের পাহাড় আবারও কাঁদল। বরফের রাজ্যে অভিযানের স্বপ্ন মুহূর্তে ভেঙে চুরমার। ইয়ালুং রি পর্বতে তুষারধস আছড়ে পড়তেই মৃত্যু সাত পর্বতারোহীর। সোমবার সকালটা ছিল সাধারণ—কিন্তু কয়েক সেকেন্ডেই বদলে গেল সব। ৫,৬৩০ মিটার উচ্চতার পাহাড়ের বেস ক্যাম্পে ধেয়ে এল ভয়ংকর তুষারস্রোত, দমবন্ধ করা শব্দ, আর তারপর — নিস্তব্ধতা।

ডোলাখা জেলার পুলিশ সূত্রের খবর, সকাল সাড়ে ১০টা নাগাদ ধস নামতেই ১৬ জনের অভিযাত্রী দল সেই তুষারমৃত্যুর ফাঁদে পড়ে। নিহতদের মধ্যে দুই নেপালি, দুই ইতালীয়, এবং ফ্রান্স, জার্মানি ও কানাডার পর্বতারোহী রয়েছেন বলে জানিয়েছে প্রশাসন। ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে দু’জনের মৃতদেহ। বরফের স্তূপ কেটে বাকিদের খুঁজছেন উদ্ধারকারীরা। আটজন গুরুতর আহত হয়েছেন। অনেকে নিজেরাই কোনো রকমে ফিরে আসতে পেরেছেন ৪,৯০০ মিটার উচ্চতার বেস ক্যাম্পে।

hand-dead-victim-woman-covered-600nw-
ফাইল চিত্র

গত এক সপ্তাহ ধরে নেপালের পাহাড়ে আবহাওয়া অস্থির। প্রবল তুষারপাত, হাহাকার করে বয়ে যাওয়া ঠান্ডা হাওয়া, হিমবাহের ক্রমাগত চাপ—এই পরিস্থিতির মধ্যেই অভিযান চালাচ্ছিল দলটি। কঠিন ভূখণ্ড, দুর্বিষহ আবহাওয়া–সব মিলে উদ্ধারকাজ চলছে অমানবিক চ্যালেঞ্জের মধ্যে।

প্রথমে তিনজনের মৃত্যুর খবর দেওয়া হলেও, মঙ্গলবার তা বেড়ে দাঁড়িয়েছে সাতে। পাহাড়ে আরেকটি কালো দিন। আবারও প্রশ্ন উঠে গেল — অ্যাডভেঞ্চারের টানে কতটা ঝুঁকি? আর জীবনের বিনিময়ে কতটা শীর্ষ জয়?

হিমালয়ের বুকে আবারও শোকের ছায়া। তুষারের নীরবতা এখন শুধু মৃত অভিযাত্রীদের নাম ভুলতে দেবে না।