আকাশপথে বসেই বিস্ফোরক বার্তা পোপের, গাজা নিয়ে নতুন করে বিশ্বজুড়ে চাঞ্চল্য

গাজা যুদ্ধ থামাতে একমাত্র পথ দুই রাষ্ট্র সমাধান—বিমানে বসেই বড় বার্তা পোপের। ইজ়রায়েল ও প্যালেস্টাইন ইস্যুতে নতুন করে চাপ বাড়ল।

author-image
Tamalika Chakraborty
New Update
pope leo a


নিজস্ব সংবাদদাতা: ইজরায়েল-প্যালেস্টাইন সংঘাত মেটাতে একমাত্র পথ দুই রাষ্ট্র সমাধান—এ কথা ফের জোর দিয়ে জানালেন পোপ Pope Leo XIV। রবিবার ইস্তাম্বুল থেকে বৈরুতে যাওয়ার পথে বিমানের মধ্যেই জীবনের প্রথম সাংবাদিক সম্মেলনে পোপ স্পষ্ট বলেন, ন্যায়ের ভিত্তিতে এই সংকট মেটাতে হলে দুই রাষ্ট্র সমাধান ছাড়া আর কোনও পথ নেই। তুরস্কের রাজধানী আঙ্কারায় পৌঁছে তিনি সে দেশের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরডোগান সঙ্গে গাজ়া ও ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করেছেন বলেও জানান। পোপ জানান, গাজ়া সংঘাতের ক্ষেত্রে পবিত্র আসনের অবস্থান দীর্ঘদিন ধরেই পরিষ্কার—পূর্ব জেরুসালেম, পশ্চিম তীর ও গাজা নিয়ে একটি স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র গঠনই স্থায়ী সমাধানের পথ। তিনি বলেন, বর্তমানে ইজ়রায়েল এই প্রস্তাব মানতে চায় না, তবু এই পথই ন্যায়ের সঙ্গে দু’পক্ষকে শান্তির দিকে নিয়ে যেতে পারে। এদিকে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু  আগেই জানিয়ে দিয়েছেন, প্যালেস্টাইন রাষ্ট্র গঠনের বিরোধিতায় তাঁর অবস্থান বদলায়নি। পোপ জানান, তুরস্কের ভূমিকা ইউক্রেন যুদ্ধ থামাতেও গুরুত্বপূর্ণ হতে পারে এবং যুদ্ধবিরতির জন্য নতুন শান্তি প্রস্তাব সামনে এসেছে। সফরের একেবারে শেষে পোপ জানান, তিনি ২০৩৩ সালে জেরুসালেমে খ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়ার ২০০০ বছর পূর্তিতে সমস্ত খ্রিস্টান সম্প্রদায়ের এক ঐতিহাসিক মিলনের প্রস্তাব দিয়েছেন, যা ইতিমধ্যেই বিভিন্ন গির্জার নেতারা স্বাগত জানিয়েছেন।

netan