পাখির আঘাতের শিকার ফ্লাইট এফজেড ৫৭৬ঃ ফ্লাই দুবাই

সংযুক্ত আরব আমিরাতের বিমান সংস্থা ফ্লাই দুবাই জানিয়েছে, কাঠমান্ডু থেকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরগামী ফ্লাইট এফজেড ৫৭৬ উড্ডয়নের সময় পাখির আঘাতের শিকার হয়।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
nvb v

নিজস্ব সংবাদদাতাঃ সংযুক্ত আরব আমিরাতের বিমান সংস্থা ফ্লাই দুবাই জানিয়েছে, কাঠমান্ডু থেকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরগামী ফ্লাইট এফজেড ৫৭৬ উড্ডয়নের সময় পাখির আঘাতের শিকার হয়। বিবৃতিতে বলা হয়, "স্ট্যান্ডার্ড প্রক্রিয়া অনুসরণের পর ফ্লাইটটি দুবাইয়ে স্বাভাবিক ভাবে চলবে এবং স্থানীয় সময় রাত ১২টা ১৪ মিনিটে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।" উল্লেখ্য, নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর ফ্লাই দুবাই উড়োজাহাজের ইঞ্জিনে আগুন ধরে যায়। এয়ারলাইন্সের এক মুখপাত্র জানিয়েছেন, "কাঠমান্ডু থেকে উড্ডয়নের সময় পাখির আঘাতে বিমানটি দুবাই ফেরার পথে বিমানবন্দরে অবতরণের চেষ্টা করছিল। বিমানটিতে ৫০ জন নেপালিসহ ১৫০ জনেরও বেশি যাত্রী ছিল।" তবে সব যাত্রী নিরাপদে রয়েছে বলে জানা গিয়েছে।