New Update
/anm-bengali/media/media_files/na8laxs7Z6WNNKUOx5cw.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: পরপর তিনবার ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। তৃতীয় ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৮। আজ দুপুরে প্রথম ভূমিকম্প অনুভূত হয় এবং তার কয়েক মিনিট পরেই হয় দ্বিতীয় কম্পন। এবার জানা গেছে যে ভূমিকম্পের ফলে যেমন ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে তার পাশাপাশি আবার পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us