/anm-bengali/media/media_files/0Brig1WHERcH7JRQbACW.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ পরিস্থিতি ক্রমান্বয়ে খারাপ হয়েছে সুদানের (Sudan)। গৃহযুদ্ধে এখনও পর্যন্ত ৪১৩ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ছাড়িয়েছে তিন হাজারেরও বেশি। এহেন অবস্থায় সুদানে আটকে পড়া ভারতীয় নাগরিকদের নিরাপদে দেশে ফেরাতে উদ্যোগ নিয়েছে কেন্দ্র। যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনতে 'অপারেশন কাবেরি' শুরু করেছে ভারত। জানা গিয়েছে, 'অপারেশন কাবেরী' শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আইএনএস সুমেধা বুধবার যুদ্ধবিধ্বস্ত সুদানে ২৭৮ জন আটকে পড়া যাত্রীর প্রথম ব্যাচ নিয়ে জেদ্দা বন্দরে পৌঁছেছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর বলেন, 'আমি সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান এবং সৌদি কর্তৃপক্ষকে তাদের পূর্ণ সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই।'
INS Sumedha docks in Jeddah with 278 passengers
— ANI (@ANI) April 25, 2023
"I thank Foreign Minister of Saudi Arabia, Faisal bin Farhan and Saudi Arabian authorities for their fullest cooperation," tweeted EAM Dr S Jaishankar pic.twitter.com/wanSprb7A6
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us