তৃণমূল সাংসদের মন্তব্য ঘিরে ঝড়—ক্ষমা চাইতেই হবে, চূড়ান্ত সতর্কবার্তা মতুয়া মহাসঙ্ঘের

মতুয়াদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে তৃণমূল সাংসদের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
mahuarekha

নিজস্ব সংবাদদাতা: তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর মন্তব্যকে কেন্দ্র করে আবারও বিতর্কে তুঙ্গে রাজনীতি। কৃষ্ণনগরের সাংসদকে মতুয়া সমাজকে অপমান করার অভিযোগে skচালাচ্ছে বিজেপি। বিজেপি নেতা তথা মুখপাত্র দীপঙ্কর সরকার হিঙ্গলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি, মহুয়ার মন্তব্য মতুয়া সমাজকে সরাসরি আঘাত করেছে।

এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে চিঠি লিখেছে অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘ। মহুয়ার মন্তব্যকে “মতুয়াদের প্রতি অবমাননাকর” আখ্যা দিয়ে সংগঠনের তরফে মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি হস্তক্ষেপের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে মহুয়া মৈত্রর কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার জন্য সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে।

Mahua Moitraq1.jpg

মতুয়া মহাসঙ্ঘের মমতা ঠাকুর গোষ্ঠীও এ নিয়ে সরব হয়েছে। তাঁদের বক্তব্য, যদি মহুয়া প্রকাশ্যে ক্ষমা না চান, তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অবশ্যই হস্তক্ষেপ করতে হবে। ইতিমধ্যেই মহাসঙ্ঘের তরফে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠানো হয়েছে।

মতুয়া ভোট পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় ফ্যাক্টর। তাই মহুয়ার এই বিতর্কিত মন্তব্য ঘিরে পরিস্থিতি কতদূর গড়ায়, সেটাই এখন দেখার বিষয়।