New Update
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: ভারতের প্রতিবেশী দেশ নেপালে পরপর ভূমিকম্প। দুইবার কেঁপে উঠল সেই দেশের মাটি। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু বাড়ি। নেপালের বাঝাং জেলায় ক্ষতির মুখে পড়েছে বেশকিছু অট্টালিকা আর তার ভিডিও এসেছে প্রকাশ্যে। প্রথম ভূমিকম্পটি হয় মঙ্গলবার দুপুর ২.২৫ মিনিটে যার মাত্রা ছিল ৪.৬। আর দ্বিতীয় ভূমিকম্পটি হয় ২.৫১ মিনিটে যার মাত্রা ছিল ৬.২।
#WATCH | Few buildings in Bajhang district suffer damage after 6.2 magnitude earthquake strikes Nepal
— ANI (@ANI) October 3, 2023
(Source: API-Nepal) pic.twitter.com/t7Bn90MNEe
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us