ডবস মামলার রায় ফাঁস সহ বাইডেন আমলের একাধিক তদন্ত ফের খুলছে এফবিআই

ডবস মামলার রায় ফাঁস সহ বাইডেন আমলের একাধিক স্পর্শকাতর তদন্ত আবারও শুরু করল এফবিআই। নির্বাচনের আগে এই পদক্ষেপ ঘিরে তীব্র আলোচনার ঝড়।

author-image
Debapriya Sarkar
New Update
Fbi

নিজস্ব সংবাদদাতা : বাইডেন প্রশাসনের সময় শুরু হওয়া একাধিক গুরুত্বপূর্ণ তদন্ত আবারও নতুন করে খতিয়ে দেখা শুরু করেছে এফবিআই। এর মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনা হলো সুপ্রিম কোর্টের ঐতিহাসিক ডবস মামলার রায় ফাঁস। এফবিআই জানিয়েছে, ডবস মামলার রায় আগে থেকে ফাঁস হওয়াটা ছিল যুক্তরাষ্ট্রের বিচারব্যবস্থার ওপর বড় ধাক্কা। এই ঘটনার মূল উৎস খুঁজে বের করতে তদন্তে ফের গতি আনা হচ্ছে।

bidentr

তবে শুধু ডবস নয়, বাইডেন আমলের আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ও রাজনৈতিকভাবে সংবেদনশীল তদন্ত ফের খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। এই উদ্যোগ ঘিরে রাজনৈতিক মহলে ফের উত্তেজনা ছড়িয়েছে, বিশেষ করে নির্বাচনী বছরের প্রেক্ষাপটে। বিশ্লেষকদের মতে, আগামী দিনে এসব তদন্ত বড় প্রভাব ফেলতে পারে বাইডেন প্রশাসনের ভাবমূর্তিতে।