"তুমি কে, কোথা থেকে এসেছো, কিছু আসে যায় না... পুলিশকে মারলে জেল!" চরম হুঁশিয়ারি কাশ প্যাটেলের

লস অ্যাঞ্জেলসে হিংসার ঘটনা নিয়ে এবার সতর্ক করলেন এফবিআই প্রধান।

author-image
Tamalika Chakraborty
New Update
kash patel   n


নিজস্ব সংবাদদাতা: এফবিআই পরিচালক কাশ প্যাটেল লস অ্যাঞ্জেলসে আইসিই-বিরোধী বিক্ষোভকারীদের সতর্ক করে বলেছেন, পুলিশকে আঘাত করলে বা নিজের হাতে আইন তুলে নিলে জেল হবেই।

তিনি এক্স (আগের টুইটার)-এ লিখেছেন, "পুলিশকে মারলে জেলে যেতে হবে। তুমি কোথা থেকে এসেছো, কীভাবে এসেছো, কোন আন্দোলনে আছো—এসব কিছুই গুরুত্বপূর্ণ না। যদি স্থানীয় পুলিশ আমাদের ‘থিন ব্লু লাইন’-এর সদস্যদের পাশে না দাঁড়ায়, তবে আমরা, এফবিআই, পাশে থাকব।"

kash patel twitter

এই সতর্কতা আসে যখন লস অ্যাঞ্জেলসে হঠাৎ করে চালানো ইমিগ্রেশন রেইডের পর শহরজুড়ে বড় আকারের বিক্ষোভ, পুলিশের সঙ্গে উত্তেজনাপূর্ণ মুখোমুখি পরিস্থিতি এবং বহু গ্রেফতারের ঘটনা ঘটে।