রেলিং পেরিয়ে সমুদ্রে পড়ে গেল মেয়ে, বাবার ১০ মিনিটের লড়াই আজ ইন্টারনেট কাঁপাচ্ছে

ছবি তুলতে গিয়ে জাহাজ থেকে সমুদ্রে পড়ে গেল মেয়ে। জীবন বিপন্ন করে সমুদ্রে ঝাঁপ দিলেন বাবা।

author-image
Tamalika Chakraborty
New Update
florida ship

নিজস্ব সংবাদদাতা: এক অবিশ্বাস্য দৃশ্যের সাক্ষী হলো ডিজনি ড্রিম ক্রুজ শিপে থাকা শত শত যাত্রী। রবিবার (২৯ জুন), বাহামা ও ফ্লোরিডার মাঝখানে সমুদ্রপথে এক ভয়াবহ মুহূর্তে মাত্র ৫ বছরের মেয়েকে সমুদ্র থেকে উদ্ধার করলেন তার সাহসী বাবা।

জানা গেছে, বাবা-মেয়ে চতুর্থ ডেকে দাঁড়িয়ে ছিলেন। তখন ছবি তুলতে গিয়ে অসাবধানতাবশত রেলিংয়ের ওপাশে পড়ে যায় ছোট্ট মেয়েটি। এক মুহূর্ত দেরি না করে, নিজের প্রাণের ঝুঁকি নিয়ে সমুদ্রে ঝাঁপ দেন বাবা।

ঘটনার ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা গেছে বাবা গভীর সমুদ্রে মেয়েকে আঁকড়ে ধরে ভেসে আছেন প্রায় ১০ মিনিট ধরে। বাবার হাতে ভরসা করে ছোট্ট মেয়েটিও প্রাণপণে লড়ছে।

florida ship s

জাহাজের ক্রুরা “ম্যান ওভারবোর্ড” সঙ্কেত পাঠিয়ে দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। যখন উদ্ধার বোট তাদের কাছে পৌঁছায়, তখন জাহাজের ডেক থেকে শত শত যাত্রী উল্লাসে চিৎকার করে ওঠেন। এই হৃদয়ছোঁয়া মুহূর্তে চোখে জল এসেছে অনেকের।

জাহাজটি তখন ফ্লোরিডার ফোর্ট লডারডেলে ফিরছিল চার রাতের বাহামা ক্রুজ শেষে।

এই অসাধারণ ঘটনা একদিকে যেমন বিস্ময় ও আতঙ্কের জন্ম দেয়, তেমনি বাবার সাহসিকতা, ভালোবাসা ও আত্মত্যাগের নিদর্শন হিসেবে মানুষের মনে গেঁথে থাকবে অনেক দিন।