BREAKING: কৃষি আয়ের উপর ৪৫% কর ! গম চাষ বয়কটের হুমকি দিলেন পাকিস্তনের কৃষকরা

কি চলছে পাকিস্তানে ?

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : কৃষি আয়ের উপর নতুন করে ৪৫ শতাংশ কর আরোপ করায় এবার উত্তাল হয়ে উঠলো পাকিস্তানের সিন্ধ প্রদেশের কৃষক মহল। ইতিমধ্যেই সিন্ধ চেম্বার অব অ্যাগ্রিকালচার (SCA) এই করকে “অবৈধ, অসাংবিধানিক ও অনৈতিক” হিসেবে আখ্যা দিয়ে, তা চ্যালেঞ্জ করে আইনি লড়াইয়ের ঘোষণা করেছে। এই বিষয়ে এই সংগঠনটির প্রধান ড. সৈয়দ নাদীম কামার বলেন, ''এই কর IMF-এর চাপে চাপিয়ে দেওয়া হয়েছে এবং এই করের বিরুদ্ধে গম চাষ বয়কট করারও হুঁশিয়ারিও দিয়েছেন এখানকার কৃষকরা। তারা জানিয়েছেন, ফসলের সঠিক দাম না পাওয়ায় এমন কর আর চাপানো সম্ভব নয়।'' সিন্ধ প্রদেশের কৃষকদের এই পদক্ষেপে পাকিস্তানের খাদ্য নিরাপত্তা ঘিরে এক বড় বিপদের আশঙ্কা দেখা দিয়েছে।

Farmers