New Update
/anm-bengali/media/media_files/T6wDG38hOQhyH3FXGv5E.png)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ইউক্রেনের দ্নিপ্রো শহরে সোমবার গভীর রাতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এখনও পর্যন্ত বিস্ফোরণের উৎস বা ক্ষয়ক্ষতির বিস্তারিত কিছু জানা যায়নি।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, তারা ঘটনাটি খতিয়ে দেখছে এবং প্রয়োজনে জরুরি ব্যবস্থা নেওয়া হবে। বিস্ফোরণের পরপরই কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহে ব্যাঘাত ঘটে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/02/07/BhNKB5NYCXE2t5U1FrFy.jpg)
উল্লেখ্য, দ্নিপ্রো শহরটি রাশিয়া-ইউক্রেন সংঘাতে অন্যতম কৌশলগত এলাকা হওয়ায় সাম্প্রতিক সময়ে এই অঞ্চলে হামলা বেড়েছে। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, এই বিস্ফোরণ ওই ধারাবাহিকতারই অংশ হতে পারে। তবে সরকারি স্তরে এখনো কোনো মন্তব্য আসেনি।
⚡️Sounds of an explosion are heard in Dnipro.
— BLYSKAVKA (@blyskavka_ua) July 15, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us