জঙ্গি হামলার আগে পহেলগাঁওয়ের ছবি কেন? জঙ্গি হামলার মার্কিন সংস্থার যোগ নিয়ে বাড়ছে উদ্বেগ

পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় একটি মার্কিন সংস্থার যোগের প্রমাণ পাওয়া গিয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
akistan terrorist camp satelite picture

নিজস্ব সংবাদদাতা: মার্কিন উপগ্রহ চিত্র সরবরাহকারী সংস্থা Maxar Technologies-এর নাম আবার বিতর্কের শিরোনামে উঠে এসেছে। কারণ, খবর অনুযায়ী, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রায় দুই মাস আগে ওই এলাকার উচ্চ-রেজোলিউশনের স্যাটেলাইট ছবির অনুরোধের সংখ্যা হঠাৎ করে বেড়ে যায় তাদের ওয়েবসাইটে।

এই ঘটনায় আরও চাঞ্চল্য ছড়িয়েছে যখন জানা গেছে, ২০২৪ সালের জুন মাসে Maxar একটি পাকিস্তানি কোম্পানির সঙ্গে অংশীদারি গড়ে তোলে। ওই পাকিস্তানি কোম্পানির মালিক একজন এমন ব্যক্তি, যিনি আগে আমেরিকায় দোষী সাব্যস্ত হয়েছিলেন। পাক সংস্থার মালিকের বিরুদ্ধে পাকিস্তানের পারমাণবিক সংস্থা (PAEC)-র কাছে সংবেদনশীল তথ্য অবৈধভাবে রপ্তানি করার অভিযোগ ছিল।

এই ব্যক্তির নাম ওবায়দুল্লাহ সৈয়দ, যিনি একজন পাকিস্তানি-মার্কিন নাগরিক। তিনি আমেরিকার রপ্তানি আইনের লঙ্ঘন করে গুরুত্বপূর্ণ হার্ডওয়্যার ও সফটওয়্যার পাঠিয়েছিলেন Pakistan Atomic Energy Commission (PAEC)-এর কাছে, যা পাকিস্তানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির পেছনে মূল ভূমিকা পালন করে। মার্কিন আইনে এই সংস্থার কাছে এ ধরনের প্রযুক্তি পাঠানো সম্পূর্ণ নিষিদ্ধ।

indian army

একটি আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ‘অপারেশন সিঁদুর’ (৭ থেকে ১০ মে) চলাকালীন সময়েও ভারত Maxar Technologies-এর কাছ থেকে স্যাটেলাইট চিত্র সংগ্রহ করেছিল। এই অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়।

পহেলগাঁও হামলার আগে এমন ছবি চাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর, Maxar তাদের ওয়েবসাইট থেকে পাকিস্তানি কোম্পানি Business System International Pvt Ltd (BSI)-র নাম সরিয়ে দেয়।

Maxar-এর এক মুখপাত্র জানান, BSI সরাসরি এই চিত্র চাওয়ার ঘটনার সঙ্গে জড়িত নয়, এবং প্রতিষ্ঠানটি এই বিষয়ে নিজেদের দূরত্ব বজায় রাখার চেষ্টা করছে।