New Update
/anm-bengali/media/media_files/TpgLXY9vu2SUxJBNe1Hf.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা রেকর্ড করা হয়েছে ৭.৪। আজ ভয়াবহ ভূমিকম্পের জেরে কেঁপে উঠেছে জাপান (Japan)। শুধু তাই নয়, সুনামি সতর্কতা অবধি জারি করা হয়েছে দেশে। এরই মাঝে আসরে নামল ভারত। জাপানে ভারতীয় দূতাবাস শক্তিশালী ভূমিকম্প এবং সুনামির সতর্কতার পরে ভারতীয় নাগরিকদের জন্য জরুরি যোগাযোগ নম্বর জারি করেছে। যারা জাপানে আটকে রয়েছেন তাঁরা যোগাযোগ করতে পারেন +81-80-3930-1715, +81-70-1492-0049 নম্বরে। আরও বেশ কিছু নম্বর শেয়ার করা হয়েছে দূতাবাসের তরফে।
Embassy of India in Japan issues emergency contact numbers for Indian citizens following a strong earthquake and tsunami warnings pic.twitter.com/Ge1zdp1kVP
— ANI (@ANI) January 1, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us