/anm-bengali/media/media_files/T0KFCk8tUdlS8uAYtqVf.jpg)
নিজস্ব সংবাদদাতা : বিশ্বখ্যাত ব্যবসায়ী ইলন মাস্ক মার্কিন যুক্তরাষ্ট্রকে ন্যাটো (ন্যর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন) ত্যাগ করার আহ্বান জানিয়েছেন। তার মতে, "আমেরিকা ইউরোপের প্রতিরক্ষার জন্য যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে, তা একেবারেই অর্থহীন।" ইলন মাস্কের এই মন্তব্যটি আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে একটি নতুন বিতর্কের সৃষ্টি করেছে।
/anm-bengali/media/media_files/2025/02/17/Js6ZHUq17MFPEBencrOH.jpg)
মাস্কের মতে, ইউরোপের দেশগুলোর উচিত নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা আরো শক্তিশালী করা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উপর এই দায়িত্ব চাপানো উচিত নয়। মাস্কের এই বক্তব্য আন্তর্জাতিক সম্পর্ক এবং নিরাপত্তা বিষয়ক আলোচনায় নতুন দৃষ্টিভঙ্গি সৃষ্টি করেছে। বিশেষ করে, আমেরিকা ও ইউরোপের সম্পর্কের ওপর এর কী প্রভাব পড়বে, তা নিয়ে অনেকেই আগ্রহী।
JUST IN: Elon Musk calls for the United States to leave NATO.
— BRICS News (@BRICSinfo) March 9, 2025
"Doesn't make sense for America to pay for the defense of Europe." pic.twitter.com/449squOiWf
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us