/anm-bengali/media/media_files/2025/06/06/M2sBTogHoMDUFXW8ZLEO.jpg)
নিজস্ব সংবাদদাতা : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্পেন্ডিং বিলকে কেন্দ্র করে, ক্রমশ স্পষ্ট হচ্ছে ট্রাম্প-মাস্ক সম্পর্কের ফাটল। আর গতকাল আবারও একবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্পেন্ডিং বিলের তীব্র সমালোচনা করলেন এলন মাস্ক। এই বিষয়ে গত সোমবার মাস্ক দাবি করেন যে, ''এই বিল এটাই প্রমাণ করছে যে একটি নতুন রাজনৈতিক দল গড়ার সময় এসেছে।” এক্ষেত্রে মাস্ক নিজের এক্স (টুইটার) হ্যান্ডেলে লেখেন,''এটা এখন একেবারেই স্পষ্ট যে আমরা আসলে একটি একদলীয় দেশে বাস করছি, যেখানে ডেমোক্র্যাট আর রিপাবলিক দুই সমান। এখন সময় এসেছে এমন একটি রাজনৈতিক দল গড়ার, যারা সত্যিই জনগণের কথা ভাববে। যদি এই বিলটি সত্যি পাস হয়ে যায়,তাহলে পরের দিনই আমেরিকা পার্টি গঠন করা হবে। আমাদের দেশকে ডেমোক্র্যাট-রিপাবলিকান পার্টির একদলীয় ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে, যাতে সাধারণ মানুষের সত্যিকারের একটা মতামত থাকে।"
উল্লেখ্য,মাস্ক এর আগেও আমেরিকার দুই প্রধান রাজনৈতিক দলের বিরুদ্ধেই,সরকারের ক্রমবর্ধমান ঋণের প্রতি উদাসীনতার অভিযোগ তুলেছেন। চলতি মাসের শুরুতে তিনি এই বিল নিয়ে প্রকাশ্যে ট্রাম্পের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন, যদিও পরে কিছুটা নরম মনোভাব দেখান।
If this insane spending bill passes, the America Party will be formed the next day.
— Elon Musk (@elonmusk) June 30, 2025
Our country needs an alternative to the Democrat-Republican uniparty so that the people actually have a VOICE.
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us