টেসলার গতি ছাড়িয়ে গিয়েছে মাস্কের ‘বাবা হবার’ গতি! যে কোনও মহিলাকে শুক্রানু দানের অভিযোগ

এলন মাস্ক পরিচয় ছাড়াও যে কোনও মহিলাকে নিজের শুক্রানু দান করেন বলে অভিযোগ উঠেছে।

author-image
Tamalika Chakraborty
New Update
elon musk

নিজস্ব সংবাদদাতা: টেসলা ও স্পেসএক্সের সিইও এলন মাস্ক ফের একবার বিতর্কের শিরোনামে উঠে এলেন। এক সাক্ষাৎকারে ২৬ বছর বয়সি রক্ষণশীল লেখিকা অ্যাশলি সেন্ট ক্লেয়ার দাবি করেছেন, এলন মাস্কের সঙ্গে তাঁর একটি ছেলে রয়েছে, যার নাম রমুলাস। তিনি আরও জানান, মাস্ক তাঁকে বলেছিলেন যে তিনি পৃথিবীর বিভিন্ন দেশে সন্তান জন্ম দিয়েছেন, এমনকি এক জাপানি পপ তারকার সঙ্গেও তাঁর একটি সন্তান রয়েছে।

elon musk.jpg

সেন্ট ক্লেয়ারের ভাষ্য অনুযায়ী, মাস্ক একাধিকবার তাঁকে জানিয়েছেন যে জনসংখ্যা হ্রাস নিয়ে তিনি খুবই উদ্বিগ্ন। এমনকি তিনি এটাও বলেছিলেন যে, কেউ তাঁর কাছে শুক্রাণু চেয়েছিলেন এবং তিনি তা দিয়েছেন। তবে ওই নারীর পরিচয় মাস্ক প্রকাশ করেননি।

"তিনি বিষয়টিকে এমনভাবে উপস্থাপন করতেন যেন এটা নিছকই মানবকল্যাণের জন্য, এবং তিনি মনে করতেন এই মানুষগুলোর সন্তান নেওয়া উচিত," বলেন সেন্ট ক্লেয়ার।