হোয়াইট হাউজে রীতিমতো মারামারি! কী এমন হলো যে মাস্ককে বের করে দিলেন নিরাপত্তারক্ষীরা?

হোয়াইট হাউজে মার্কিন আধিকারিকদের সঙ্গে মারামারি করে এলন মাস্ক।

author-image
Tamalika Chakraborty
New Update
elon musk


নিজস্ব সংবাদদাতা: ডোনাল্ড ট্রাম্প ও এলনের মাস্কের দ্বন্দ্ব সম্প্রতি প্রকাশ্যে এসেছে। কিন্তু কী নিয়ে এই দ্বন্দ্ব শুরু হয়েছে?

জানা গিয়েছে, হোয়াইট হাউজে এক বৈঠকে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এলন মাস্ককে "প্রতারক" বলেন। উত্তরে মাস্ক বেসেন্টকে ধাক্কা মারেন এবং দুইজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। নিরাপত্তা কর্মকর্তারা তাঁদের আলাদা করে দেন এবং মাস্ককে ওয়েস্ট উইং থেকে সরিয়ে নেওয়া হয়।

elon musk   trump

এই ঘটনার পরে ট্রাম্পের প্রতিক্রিয়া ছিল, “এটা আর সহ্য হচ্ছে না।”  ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা স্টিভ ব্যাননের মতে, এই ঘটনার পরই ট্রাম্প মাস্কের আচরণ ড্রাগ ব্যবহারের ফল কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন।