BREAKING: ফের আক্রমণাত্মক এলন মাস্ক ! করলেন ট্রাম্প প্রশাসন প্রস্তাবিত বিলের কড়া সমালোচনা

কি দাবি করলেন এলন মাস্ক ?

author-image
Debjit Biswas
New Update
Elon musk

নিজস্ব সংবাদদাতা : ফের একবার ট্রাম্প প্রশাসন দ্বারা প্রস্তাবিত ট্যাক্স কাট এবং এক্সপেন্ডিচার বিলের কড়া সমালোচনা করলেন এলন মাস্ক। গতকাল এই বিষয়ে নিজের এক্স (টুইটার) হ্যান্ডেলে তিনি লেখেন,''সিনেটের সর্বশেষ খসড়া বিল আমেরিকার কোটি কোটি চাকরি ধ্বংস করবে এবং আমাদের দেশের ক্ষেত্রে এক কৌশলগত ক্ষতিসাধন করবে। এই বিল একেবারে উন্মাদ এবং ধ্বংসাত্মক একটি বিল। এটি অতীতের শিল্পগুলিকে অনুদান দেয়, অথচ ভবিষ্যতের শিল্পগুলির ক্ষেত্রে এক কঠিন ক্ষতি করছে।” মাস্ক এর আগেও এই বিলকে “ভবিষ্যত বিরোধী” আখ্যা দিয়ে বারবার এর বিরুদ্ধে সরব হয়েছেন।

trump