ভারতীয় ছাড়া আমেরিকা অচল! সরাসরি স্বীকার করলেন এলন মাস্ক

এলন মাস্ক জানালেন, ভারতীয় প্রতিভার জোরেই লাভবান হয়েছে আমেরিকা। এইচ-১বি ভিসা ও ভারতীয় পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে বড় মন্তব্য।

author-image
Tamalika Chakraborty
New Update
elon musk

নিজস্ব সংবাদদাতা: বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি এলন মাস্ক জানালেন, বছরের পর বছর ধরে মেধাবী ভারতীয়দের নিয়োগ করে বিপুল লাভবান হয়েছে আমেরিকা। রবিবার প্রথমবার নিখিল কমাথের জনপ্রিয় ‘পিপল বাই ডব্লিউটিএফ’ পডকাস্টে হাজির হয়ে এই মন্তব্য করেন তিনি। দীর্ঘ কথোপকথনে মস্ক বলেন, অতীতে এইচ-১বি ভিসা নিয়ে কিছু অপব্যবহারের কারণেই আমেরিকায় একাংশ মানুষের মধ্যে অভিবাসন বিরোধী মনোভাব তৈরি হয়েছে। আগের প্রশাসনের নরম নীতিকেও তিনি এর জন্য দায়ী করেন।

elon musk

এই মন্তব্য এমন এক সময়ে এল, যখন হাজার হাজার ভারতীয়র কাছে ‘আমেরিকান ড্রিম’ ধীরে ধীরে ম্লান হচ্ছে। কড়া ভিসা নীতি, অনিশ্চিত সরকারি সিদ্ধান্তের কারণে উচ্চশিক্ষা, ভালো চাকরি ও উন্নত জীবনের স্বপ্ন অনেকের কাছেই এখন কঠিন হয়ে উঠেছে।

কথোপকথনে মস্ক স্পষ্ট করে বলেন, “ভারত থেকে আসা প্রতিভাবান মানুষদের জন্যই আমেরিকার বিরাট উপকার হয়েছে।” এই প্রসঙ্গে কমাথ উল্লেখ করেন সদ্য নাদেলা এবং সুন্দর পিচাইয়ের মতো ভারতীয়দের কথা, যাঁরা আমেরিকার অর্থনীতিকে বিশ্বমঞ্চে শক্তিশালী করেছেন।

সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪ সালে আমেরিকায় বিদেশি পড়ুয়াদের মধ্যে ২৭ শতাংশই ছিলেন ভারতীয়, যা আগের বছরের তুলনায় প্রায় ১২ শতাংশ বেশি। তবে কথোপকথনের মাঝেই কমাথ ইঙ্গিত দেন, ট্রাম্পের  সময়ে এইচ-১বি ভিসা নিয়ম কড়া হওয়ার ফলে পরিস্থিতি এখন বদলাতে শুরু করেছে। এই কথা শুনে দু’জনেই হেসে উঠেন।