New Update
/anm-bengali/media/media_files/2025/06/06/M2sBTogHoMDUFXW8ZLEO.jpg)
নিজস্ব সংবাদদাতা : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সঙ্গে এক তীব্র বাকবিতণ্ডার পর নিজের ফোন নম্বর বদলে নিয়েছিলেন এলন মাস্ক। এবার এমনই এক তথ্য সকলের সামনে তুলে ধরলেন ‘Pod Force One’ নামক একটি সাক্ষাৎকারের সঞ্চালক মাইক জনসন। তিনি এটাও জানান যে এই ঘটনার পর তারসঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেছিলেন মাস্ক। তিনি বলেন,''সেইসময় আমি এলন মাস্ককে একটি দীর্ঘ বার্তা পাঠিয়েছিলাম, কিন্তু পরে বুঝতে পারি যে আমার বার্তাটি তিনি পড়েননি,কারণ উনি ফোন নম্বর বদলে ফেলেছেন।" ট্রাম্পের সঙ্গে যাবতীয় বিতর্কের পরই এই পরিবর্তন ঘটে। আমি বুঝতে পারি আমার মেসেজগুলি যেন বাতাসে মিলিয়ে যাচ্ছে।'' মাইক জনসন আরও বলেন যে, তিনি এখনও মাস্কের সঙ্গে কোনও তৃতীয় পক্ষের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করছেন এবং ট্রাম্প ও মাস্কের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনের চেষ্টা চালাচ্ছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us