BREAKING: রবিবার ভোরেই কেঁপে উঠল মাটি! টের পেলেন?

কোথায় হল কম্পন?

author-image
Anusmita Bhattacharya
New Update
Delhi-Earthquake-Timing

নিজস্ব সংবাদদাতা: জাতীয় ভূকম্পন কেন্দ্র (এনসিএস) এক বিবৃতিতে জানিয়েছে, রবিবার তাজিকিস্তানে ৪.০ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। বিবৃতি অনুসারে, ভূমিকম্পটি ১৬০ কিলোমিটার দূরে হয়েছিল।

এর আগে ১৮ জুলাই, ১০ কিলোমিটার গভীরে ৩.৮ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল, যার ফলে এটি আফটারশকের জন্য সংবেদনশীল হয়ে পড়ে।

Representative Image (Image/Reuters)