নিজস্ব সংবাদদাতা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি আফগানিস্তানসহ মোট ১২টি দেশের নাগরিকদের, যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছেন। এই ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে মার্কিন মিশনে সহায়তা করা হাজার হাজার আফগান নাগরিক এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন। যদিও বিশেষ অভিবাসী ভিসা (SIV) প্রাপ্ত আফগানদের আপাতত এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে, তবে যারা এক বছরের কম সময় যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করেছেন বা যাদের কাজের কোনও প্রমাণ নেই, তারা এই সুবিধা পাচ্ছেন না। ফলে বহু সহযোগী ও তাদের পরিবার এখন তালিবানের প্রতিশোধের ঝুঁকিতে রয়েছেন। এছাড়াও বর্তমানে ট্রাম্প প্রশাসন, টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস (TPS) বাতিল করার বিষয়েও চিন্তাভাবনা করছে, তাই যেসমস্ত আফগানরা এই সুবিধা পাচ্ছিলেন তারাও এখন দেশে ফেরার ঝুঁকিতে রয়েছেন।
/anm-bengali/media/media_files/2025/05/14/Cpqf2zucfsmk3M4JGbfZ.jpg)